ইথিওপিয়ার গৃহযুদ্ধে ১০৪ বাংলাদেশি শ্রমিক বিপদে

গৃহযুদ্ধ কবলিত ইথিওপিয়ায় বিপদের মুখে পড়েছেন বাংলাদেশের ১০৪ জন গার্মেন্ট কর্মী। জরুরি ভিত্তিতে তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। বাংলাদেশের ডিবিএল নামের কোম্পানী ইথিওপিয়ার ট্রাইগ্রে অঞ্চলে একটি পোশাক কারখানা চালু করে ২০১৮ সনে। এই শ্রমিকরা সেখানেই কর্মরত। কিন্তু হঠাৎ করেই লড়াই তীব্র হয়ে যাওয়ায় এই শ্রমিকদের অন্যত্র সরিয়ে নেয়ার প্রয়োজন হয়ে পড়েছে।
ইরিত্রিয়া ও সুদান সীমান্তের মধ্যবর্তী অঞ্চলে এর অবস্থান হওয়ায় গৃহযুদ্ধ ক্রমেই তীব্র হচ্ছে। শত শত মানুষ সেখানে ইতোমধ্যেই প্রাণ দিয়েছেন। জাতিসংঘ বলেছে, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো এই অঞ্চলে খাদ্য ও স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারছে না। এর ফলে সেখানে এক ভয়াবহ মানবিক সঙ্কট দেখা দিয়েছে।
এই অবস্থায় বাংলাদেশি কোম্পানী ডিবিএল শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কারণ এরই মধ্যে কারখানা চত্ত্বরে বোমা পড়েছে। ফুরিয়ে যাচ্ছে খাদ্যের মজুত। কোম্পানীটির ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন। ইথিওপিয়ায় মনোনীত রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেছেন, এই শ্রমিকদের সরিয়ে নেয়ার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চলছে।

Your browser doesn’t support HTML5

ইথিওপিয়ার গৃহযুদ্ধে ১০৪ বাংলাদেশি শ্রমিক বিপদে