ধরা পড়া অভিবাসি এবং শরনার্থীদেরকে তাদের অনিচ্ছায় দেশে পাঠানো হবে না: ইউরোপীয়ন ইউনিয়ন

ইউরোপিয়ন ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান বলেছেন ভূমধ্যসাগর অতিক্রমের প্রচেষ্টার সময় ধরা পড়া অভিবাসি এবং শরনার্থীদেরকে তাদের নিজেদের অনিচ্ছায় দেশে পাঠানো হবে না। এ বিষয়ে জাতিসংঘ থেকে রিপোর্ট পাটিযৈছৈন মার্গারেট বেশির। শোনাচ্ছেন সেলিম হোসেন।

Your browser doesn’t support HTML5

ধরা পড়া অভিবাসি এবং শরনার্থীদেরকে তাদের নিজেদের অনিচ্ছায় দেশে পাঠানো হবে না: ইউরোপীয়ন ইউনিয়ন