ইওরো ফুটবল কাপ ফাইনালে লড়ছে ফ্রান্স আর পর্তুগাল

Portugal's football team forward Cristiano Ronaldo arrives to an interview during the presentation of new Nike football boots in Madrid, April 25, 2014.

আজ ফ্রান্সে ইওরো ফুটবল কাপ ফাইনালে লড়াই ফ্রান্সের সঙ্গে পর্তুগালের। ম্যাচটি নিয়ে ভারতের ফুটবলপ্রেমীদের সাধারণ আগ্রহ তো রয়েছেই। কিন্তু এই ম্যাচ একটা ভিন্ন তাৎপর্য নিয়ে এসেছে এ দেশে ফ্রান্সের প্রাক্তন কলোনি এলাকা পুদুচেরি আর চন্দননগরে, কিংবা পর্তুগালের প্রাক্তন কলোনি এলাকা গোয়া আর চুঁচুড়ার মানুষদের কাছে। দীর্ঘ দিন ধরে গোয়া ভারতীয় ফুটবলের অন্যতম পীঠস্থান। এখানকারই মানুষ ব্রুনো কুটিনহো দীর্ঘ দিন ভারতীয় ফুটবল দলের অধিনায়কও ছিলেন। তবে চুঁচুড়ায় ফুটবল বড় কোনও বিষয় নয়। অন্য দিকে, ফ্রান্স বিশ্ব ফুটবলের বড় শক্তি হলেও পুদুচেরিতে ভিন্ন কোনও তাৎপর্য নেই ফুটবলের। বরং এ দেশে ফরাসী সংস্কৃতির একট প্রভাব রয়েছে। যা হোক, প্রাক্তন কলোনি এলাকার মানুষেরা কিন্তু এই ম্যাচকে ঘিরে স্পষ্ট বিভক্ত ফ্রান্স আর পর্তুগালের মধ্যে। সাধারণ ভাবে ভারতীয়দের মধ্যে দেশ হিসেবে সমর্থন বেশি ফ্রান্সের জন্য, কিন্তু খেলোয়াড় হিসেবে মানুষ চাইছেন পর্তুগিজ খেলোয়াড় রোনাল্ডোর জয়। কলকাতা থেকে জানিয়েছেন গৌতম গুপ্ত।