পশ্চিম বঙ্গের নির্বাচন:বুথ-ফেরত সমীক্ষা পর্যালোচনা

করোনাভাইরাসের তীব্রতার মধ্যেই সম্পন্ন হলো ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচন। এক মাসেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে টান টান উত্তেজনা চলছে, সংঘাত ও সংঘর্ষের একাধিক ঘটনা ঘটেছে এবং এখন সেখানকার জনগণ অপেক্ষা করে আছেন চূড়ান্ত ফলাফলের জন্য। এরই মধ্যে বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস তাদের প্রধান প্রতিদ্বন্দ্বি ভারতীয় জনতা পার্টির তূলনায় খানিকটা এগিয়ে আছে। তবে শেষ পর্যন্ত প্রকৃত ফলাফলের অপেক্ষায় আছেন সকলেই ।

করোনাভাইরাসের তীব্রতার মধ্যেই সম্পন্ন হলো ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচন। এক মাসেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে টান টান উত্তেজনা চলছে, সংঘাত ও সংঘর্ষের একাধিক ঘটনা ঘটেছে এবং এখন সেখানকার জনগণ অপেক্ষা করে আছেন চূড়ান্ত ফলাফলের জন্য। এরই মধ্যে বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস তাদের প্রধান প্রতিদ্বন্দ্বি ভারতীয় জনতা পার্টির তূলনায় খানিকটা এগিয়ে আছে। তবে শেষ পর্যন্ত প্রকৃত ফলাফলের অপেক্ষায় আছেন সকলেই । এই নির্বাচন এবং ‘এর প্রাক্কলিত ফলাফল নিয়ে পর্যালোচনা করেছেন কোলকাতার রাজনৈতিক বিশ্লেষক, বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য্য । আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।

Your browser doesn’t support HTML5

পশ্চিম বঙ্গের নির্বাচন:বুথ-ফেরত সমীক্ষা পর্যালোচনা

ভিডিও চিত্র গ্রহণ ও সম্পাদনা: তাওহিদ ইসলাম