উগ্রবাদ: উৎকন্ঠা এবং উত্তরণ: পর্ব ১৯

উগ্রবাদকে নিয়ে যে উৎকন্ঠা এবং আশংকা আমাদের আজকের পৃথিবীতে প্রায় প্রত্যহই তার সঙ্গে যুক্ত হলো আরেক ধরণের সহিংসতা। একটি মাত্র মানুষের গুলিতে ঝরে পড়লো ৫৮টি তাজা প্রাণ। ঠিক সপ্তাখানেক আগে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গ রাজ্যের লাস ভেগাসে জনৈক স্টিফেন প্যাডক , হোটেলের ৩২ তলার উপরের একটি কক্ষ থেকে এলোপাতাড়ি গুলি চালালো সঙ্গীত পিপাসু হাজার দর্শক শ্রোতার সমাবেশে । পরে সে নিজেই আত্মঘাতী হলো । সুর আবার বিদ্ধ হলো অসুরের আঘাতে । কিভাবে সংজ্ঞায়িত হবে এই নৃশসংতা, এতো হিংস্রতা বটেই কিন্তু একে কি বলা যাবে সন্ত্রাসবাদ? এ সব বিষয় নিয়েই আজকের আলোচনা।

সন্ত্রাস এবং সন্ত্রাসবাদের মধ্যে যে পার্থক্য রয়েছে সে কথা মেনে নেয়ার পরও এ কথা বলাই বাহুল্য যে দুটোই হিংস্রতা এবং যে নামেই আমরা এটিকে অভিহিত করিনা কেন ,উভয় ক্ষেত্রেই রক্তপাত ঘটে , ঘটে প্রাণহানি। তবে সন্ত্রাসবাদের পেছনে সাধারণত থাকে এক ধরণের তত্ব, উগ্রবাদী চিন্তা চেতনা।

Your browser doesn’t support HTML5

অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন আনিস আহমেদ