উগ্রবাদ: উৎকন্ঠা এবং উত্তরণ পর্ব:২৬

আমরা এই অনুষ্ঠানে বার বার বর্তমান বিশ্বে একটি অস্বাভাবিক অবস্থা বিশেষত উগ্রবাদ এবং উগ্রবাদ থেকে উদ্ভুত সহিংসতার কারণ অনুসন্ধানের চেষ্টা করেছি এই অনুষ্ঠানে, জানার চেষ্টা করেছি, এ থেকে উত্তরণের উপায় । তারই ধারাবহিকতায় আজ ও আমরা এই উগ্রবাদের কারণ অনুসন্ধান করার চেষ্টা করবো । এর কারণটি পরিস্কার ভাবে জানলে এ থেকে বেরিয়ে আসার পথটা ও চিহ্নিত করা যাবে সহজে।

তরুণ প্রজন্ম চলমান সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় অত্যন্ত হতাশ বোধ করছে। তারা এই সমাজ ব্যবস্থায় তেমন ভাবে সমাদৃত হয়নি এবং তাই তারা উগ্রবাদিদের আবেদন দ্বারা প্রভাবিত হয়। তখন তারা উগ্র মতাদর্শের মধ্যে আটকা পড়ে এবং তারপর তারা সেই যন্ত্রেরই যেন অংশ হয়ে যায়, যে যন্ত্র তাদের রাজনৈতিক এবং কথিত ধর্মীয় মতাদর্শে প্রভাবিত করে।

Your browser doesn’t support HTML5

এই অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আনিস আহমেদ