উগ্রবাদ: উৎকন্ঠা এবং উত্তরণ: পর্ব ৩১ 

আমরা লক্ষ্য করি যে সাধারণ মানুষের মনে এ ব্যাপারে একটা ঘৃণা রয়েছে এবং এমন নয় যে উগ্রবাদি তৎপরতা বিপুল সমর্থন পাচ্ছে বিশ্বব্যাপী। দ্বিমত, দ্বন্দ্ব, সংঘাত এ সব বোধ হয় জীবনেরই অংশ কিন্তু মানুষকে মানুষ হত্যা করবে সে কথা কেউই সমর্থন করে না।। অথচ তিক্ত হলেও এ কথাও সত্যি যে উগ্রবাদের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে সেটা হয়ত ভিন্ন ধরণের সহিংসতা। সেখানে যুদ্ধ হয়েছে বটে কিন্তু বিচ্ছিন্ন ভাবে নিরীহ লোকের প্রাণনাশের তেমন কোন চেষ্টা লক্ষ্য করা যায় না। সে সব ক্ষেত্রে হয়ত প্রতিবাদ বা প্রতিরোধটাই বড় হয়ে দেখা দিয়েছে। অসন্তুষ্টি প্রকাশের মধ্যে হয়ত উগ্র মনোভাব থেকেছে কিন্তু তা হয়ত সাধারণ মানুষের ক্ষতি সাধন করেনি সে ভাবে , যে ভাবে এখন নিরীহ লোকজন হতাহত হচ্ছেন বারবার।

কেবল মুসলমান উগ্রবাদী নয়, অন্য ধর্মাবলম্বীদের মধ্যে ও অনুরূপ উগ্রতা লক্ষ্য করা যায়। এর আগের দু একটি অনুষ্ঠানে আমরা শান্তির ধর্ম বলে পরিচিত বৌদ্ধ ধর্মের অনুসারি একাংশের সহিংস উগ্রবাদের কথা বলেছি, তেমনি খ্রীষ্টান ধর্মের অনুসারি একদল লোক কখনো ক্রসেডে লিপ্ত হয়েছেন, তাঁদের দৃষ্টিতে যারা বিধর্মী তাদের বিরুদ্ধে, , কখনো বা নিজেদের মধ্যেই যেমন ক্যাথলিক ও প্রটেস্টাণ্টদের মধ্যেও লড়াই হয়েছে। আধুনিক সময়ে এর প্রকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে উত্তর আয়ারল্যান্ডে সহিংস উগ্রবাদ।

Your browser doesn’t support HTML5

এই অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আনিস আহমেদ