ফেসবুকের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় ঢাকা

Albanian-SQ-facebook

ফেসবুকের সঙ্গে সম্পর্ক
উন্নয়ন করতে চায় ঢাকা
সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বাংলাদেশ। নানা কারণে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যমটির সঙ্গে টানাপড়েন চলছে দীর্ঘদিন থেকে। গত তিন বছরে সরকার ৩২ জনের একাউন্ট সম্পর্কে তথ্য জানতে চেয়েছিল। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এতে সাড়া দেয়নি। এর পরিণতিতে দুদফায় ফেসবুক ২৫ দিন বন্ধ ছিল। এই প্রেক্ষাপটে আগামী ১০ই জানুয়ারি টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সিঙ্গাপুর যাচ্ছেন। সেখানে ফেসবুক কর্মকর্তাদের সঙ্গে তার একাধিক বৈঠকের কথা রয়েছে। এ সম্পর্কে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহাজাহান মাহমুদ বলেন, ফেসবুক কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে আলোচনা করতেই মন্ত্রী যাচ্ছেন।
গত ৬ই ডিসেম্বর ঢাকায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে সরকারের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তিনটি দাবি উত্থাপন করে বাংলাদেশ। এর মধ্যে রয়েছেÑ বাংলাদেশে ফেসবুকের এডমিন বসানো। ফিল্টার করার সুযোগ ও তাদের সঙ্গে চুক্তি করা। দীর্ঘ আলোচনার পর বৈঠকটি সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেনÑ সিঙ্গাপুর বৈঠকে ফেসবুকের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। উল্লেখ্য যে, বাংলাদেশে এক কোটি ৮০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন। ইন্টারনেট সংযোগ রয়েছে পাঁচ কোটি মানুষের।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

mrc