কেন্দ্রীয় কৃষি নীতির প্রতিবাদে ভারত জুড়ে বনধের ডাক

কেন্দ্রীয় কৃষি নীতির প্রতিবাদে আজ, মঙ্গলবার ৮ই ডিসেম্বর দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করেছে বিরোধী দলগুলিও। আজ সকাল থেকেই রাজধানী দিল্লি, পশ্চিমবঙ্গ,ওড়িশা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, বিহারের পাটনা, তেলেঙ্গানা সহ দেশের প্রায় সর্বত্রই বনধের প্রভাব পড়ছে।পশ্চিমবঙ্গে বনধের সমর্থনে কলকাতা সহ রাজ্যের জায়গায় জায়গায় পথ অবরোধ, রেল রোকো, মিছিল, পিকেটিং সহ বনধ সমর্থনকারীদের একাধিক কর্মসূচি চোখে পড়েছে। বেশ কয়েকটি স্টেশনে আটকানো হয়েছে রেল। এর জেরে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তবে কিছু পরেই পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপে তা উঠে যায়। রাজ্যের বহু জেলায় দোকান-পাট বন্ধ, গাড়ি চলাচলও কম। তবে তার উল্টো চিত্রও ধরা পড়েছে বেশ কয়েকটি জেলাতেও। ফলে এখনও পর্যন্ত রাজ্যে বনধের মিশ্র প্রভাব চোখে পড়ছে গোটা রাজ্যেই।

Your browser doesn’t support HTML5

কেন্দ্রীয় কৃষি নীতির প্রতিবাদে ভারত জুড়ে বনধের ডাক