ইয়েমেনের মারিবে সরকারি বাহিনী ও হৌথিদের মধ্যে তীব্র লড়াই 

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের অনুরোধ উপেক্ষা করে, হৌথি বিদ্রোহীরা মারিব অভিযান শুরু করেছে এবং দুটি পক্ষ এখন, তীব্র লড়াইয়ে লিপ্তI এই মারিব হচ্ছে, সরকারি বাহিনীর সর্বশেষ শক্ত ঘাঁটি, যা এখন চরম হুমকির মুখেI তেল সমৃদ্ধ এই প্রদেশে দুটি পক্ষের লড়াইয়ে ৩২ জন সরকারি সেনা ও জোটবাহিনীর বিমান হামলায় ৫৮ জন প্রাণ হারিয়েছেনI

সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারের জন্য মারিবের পতন হবে এক ভয়াবহ বিপর্যয়I তাদের অভিযান এবং পরবর্তীতে মারিবের পতন হলে, লক্ষ লক্ষ হতভাগ্য বাস্তুচ্যুত জনগণের ভাগ্যে নেমে আসবে এক সীমাহীন দুর্ভোগI