নিষিদ্ধ হওয়ার খবরে ক্রুদ্ধ ফিফা সভাপতি সেপ ব্লাটার

ফিফা'র সভাপতি সেপ ব্লাটার, এথিক্স কমিটি থেকে সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর খুবই ক্রুদ্ধ হন, যখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “আমি দুঃখিত যে ফিফার প্রেসিডেন্ট আমি, তাই আমার উপর সব দোষ আরোপ করা হচ্ছে। ফুটবল খেলার জন্য আমি দুঃখিত। আমার সংগঠনের জন্য আমি দুঃখিত। যে সংগঠনের জন্য আমি ৪১ বছর ধরে আমার মন প্রাণ দিয়ে দায়িত্ব পালন করেছি। আমি বিশেষ করে সদস্যদের জন্য এবং যারা ফিফার জন্য কাজ করেন তাদের জন্য দুঃখিত।”

ফিফার এথিক্স কমিটি ফিফা সভাপতি সেপ ব্লাটার এবং ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাতিনিকে ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ দোষী সাব্যস্ত করে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ২০১১ সালে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে’ ২০ লাখ ইউরো দেওয়ায় তাদের দু’জনকে ৮ বছরের জন্যে সব ধরনের কর্মকান্ড থেকে নিষিদ্ধ করা হলো।

সুইস অভিসংশকরা তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।