বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁকে শনিবার ১১ই জুলাই ভারতীয় সময় সন্ধ্যায় ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে। নিজেই টুইট করে করোনা রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছেন এই অভিনেতা।
এর আগে গত বছরের অক্টোবরেও ঐ হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ বচ্চন। তখন জানানো হয়েছিল, রুটিন চেক-আপের জন্যই তিনি ভর্তি হন। তাঁর শরীর ঠিক আছে। কিন্তু এবার কী হল, সেটা এখনো স্পষ্ট নয়।
প্রসঙ্গত বলা যেতে পারে অমিতাভ বচ্চনকে শেষবার দেখা গিয়েছে সুজিৎ সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’-তে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। লকডাউনের জেরে ছবিটি হলে মুক্তি পায়নি। আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ছবিটি। ‘কউন বনেগা ক্রোড়পতি’-তেও দেখা যাচ্ছে অমিতাভকে। এরপর ‘চেহরে’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ঝুন্ড’-এর মতো ছবিতে দেখা যাবে বলিউডের মেগাস্টারকে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।