২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে ২২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন বিগ বি তথা বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।

উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন অমিতাভের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন, অভিনেতা শাহরুখ খান, সঞ্জয় দত্ত, কাজল, পরিণীতা চোপরা, পরিচালক গৌতম ঘোষ, সেই সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সহ মন্ত্রিসভার অন্য সদস্যরাও।

Indian film

১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, চীন, শ্রীলঙ্কা, ব্রাজিল, গ্রীস সহ বিশ্বের ৬৫টি দেশের মোট ১৫৬ টি ছবি দেখানো হবে এই উৎসবে। উৎসবের উদ্বোধন হয় বাংলা ছবি দিয়ে।

এবারের উৎসবের ফোকাস কান্ট্রি চীন। আট দিনের এই উৎসবে চীনের মোট সাতটি ছবিকে দেখানো হবে। তবে বাংলায় বক্তব্য রেখে এদিন পশ্চিমবঙ্গের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডার’ শাহরুখ খান উপস্থিত শ্রোতাদের নজর কেড়েছেন। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু