সৌমিত্র চট্ট্যোপাধ্যায় এবং নাসিরউদ্দীন শাহ প্রথমবারের মত এক ছবিতে অভিনয় করছেন

সৌমিত্র চট্ট্যোপাধ্যায় এবং নাসিরউদ্দীন শাহ

ছবির নাম দেবতার গ্রাস। বাংলাদেশের আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদারও অভিনয় করেছেন এই ছবিতে। আমেরিকার এক সত্য ঘটনা অবলম্বনে রচিত হয়েছে এর পটভূমি। ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে মাথায় রেখে এই ছবির কাহিনী নির্বাচন করা হয়েছে, জানালেন ছবির পরিচালক শৈবাল মিত্র।

Your browser doesn’t support HTML5

সৌমিত্র চট্ট্যোপাধ্যায় এবং নাসিরউদ্দীন শাহ প্রথমবারের মত এক ছবিতে

ভারতের দুই ভাষার দুই দিকপাল অভিনেতা সৌমিত্র চট্ট্যোপাধ্যায় এবং নাসিরউদ্দীন শাহ প্রথমবারের মত এক ছবিতে অভিনয় করছেন। ছবির নাম দেবতার গ্রাস। বাংলাদেশের আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদারও অভিনয় করেছেন এই ছবিতে। আমেরিকার এক সত্য ঘটনা অবলম্বনে রচিত হয়েছে এর পটভূমি। ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে মাথায় রেখে এই ছবির কাহিনী নির্বাচন করা হয়েছে, জানালেন ছবির পরিচালক শৈবাল মিত্র।

ভয়েস অফ আমেরিকাকে দেয়া একান্ত এই সাক্ষাৎকারে পরিচালক বলেছেন কিভাবে নাসিরউদ্দীন শাহ উৎসাহী হলেন তার বাংলা ছবিতে অভিনয় করার ব্যাপারে। শুটিং-এর সেটে দুই ভাষার দুই বিশাল অভিনেতার দুর্দান্ত রসায়ন নিয়েও বললেন পরিচালক শৈবাল মিত্র। এডিটিং শেষ হলে কয়েক মাসের মধ্যে ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

শৈবাল মিত্র-র সাথে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।

Your browser doesn’t support HTML5

সৌমিত্র চট্ট্যোপাধ্যায় এবং নাসিরউদ্দীন শাহ প্রথমবারের মত এক ছবিতে