কেমিক্যালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪ জন নিহত ও ২৩ জন আহত

বাংলাদেশের রাজধানী ঢাকার পুরাতন অংশে আরমানিটোলায় একটি ছয়তলা আবাসিক ভবনের নিচ তলায় কেমিক্যালের গুদামে শুক্রবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪ জন নিহত এবং অপর ২৩ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের মধ্যে দুইজন ওই ভবনের ওপরের তলার বাসিন্দা এবং অপর দুই জন ভবনের নিরাপত্তা প্রহরি। কর্মকর্তারা জানিয়েছেন আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে যাদের মধ্যে চার জনের অবস্থা সংকট জনক। ভোরে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির ছাদ এবং বারান্দা ও জানালার গ্রিল কেটে ১৪ জন বাসিন্দাকে উদ্ধার করেন। পুরাতন ঢাকার বাসিন্দাদের অভিযোগ সেখানকার অনেক এলাকার আবাসিক ভবনে রয়েছে কেমিকেলের গুদাম এবং দোকান।

Your browser doesn’t support HTML5

কেমিক্যালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪ জন নিহত ও ২৩ জন আহত

২০১০ সালে পুরানো ঢাকার নিমতলি এলাকায় কেমিকেলের গুদামে এমনই আগুন লেগে প্রাণ হারান ১২৪ জন। এর পর ২০১৯ সালে চুড়িহাটটায় কেমিকেলের গুদামে আগুন লেগে নিহত হন ৭১ জন । একেকটি ঘটনা ঘটার পর সরকারের পক্ষ থেকে পুরাতন ঢাকাকে কেমিকেলের গুদাম ও দোকান মুক্ত করার জন্য অঙ্গিকার করলেও তার বাস্তবায়ন আজও হয়নি। এ কারনেই আজ আবার প্রাণ দিতে হল আরও চার জনকে এবং এর শেষ কোথায় কেউ তা জানেননা ।