কাল গভীর রাতে মুম্বাইয়ের ভান্দুপ অঞ্চলে একটি হাসপাতালে আগুন লেগে এপর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটি মূলত করোনা আক্রান্ত রোগীদের জন্য সংরক্ষিত। ৭৬ জন রোগীর মধ্যে ৭৩ জনই ছিলেন করোনা আক্রান্ত। তাঁদের অনেককেই ভেন্টিলেশনে রাখতে হয়েছিল। রাত সাড়ে বারোটা নাগাদ হাসপাতালে আগুন লাগে। অতি দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তেইশটি দমকলের গাড়ি ও অতিকায় জলের ট্যাংকার ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন আর ধোঁয়ার মধ্যেই দমকলকর্মীরা এবং হাসপাতালের কর্মীরা যতজন পারেন রোগীকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হলেও সকলকে পারা যায়নি।
Your browser doesn’t support HTML5
মুম্বাইয়ের একটি হাসপাতালে আগুন লেগে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু
আজ শুক্রবার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পর সাংবাদিকদের জানান, মুম্বাইয়ে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সাধারণ হাসপাতালগুলোতে কুলিয়ে ওঠা যাচ্ছে না বলে নতুন নতুন হাসপাতালে কোভিড রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হচ্ছে। এটিও তেমনই একটি হাসপাতাল। দমকলকর্মীরা অসাধারণ কাজ করেছেন, তবু ভেন্টিলেশনে থাকা কিছু রোগীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আমি তাঁদের পরিবারের কাছে ক্ষমাপ্রার্থী। বাংলাদেশ সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শোক বার্তায় বলেছেন, মুম্বাইয়ের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমার মন অত্যন্ত ব্যথিত হয়ে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।