কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরের বিভিন্ন ক্যাম্পে একযোগে আগুন লেগেছিল বলে দাবি করেছেন রোহিঙ্গারা। এসময় বেশ কয়েকজন যুবককে ধরে পুলিশে দেয়া হয়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতবাক হয়েছেন রোহিঙ্গারা।
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন জানিয়েছেন, অগ্নিকান্ড কিভাবে সংঘটিত হয়েছে তা তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এপর্যন্ত ১১জন রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
Your browser doesn’t support HTML5
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১০ হাজার বসতি ভস্মীভূত, ১৫ জনের মৃত্যু
এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র মোস্তফা মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ৫ শতাধিক। এখনও ৪০০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এ সংখ্যা বাড়তে পারে। অগ্নিকাণ্ডে প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা গৃহহীন হয়েছেন। প্রায় ১০ হাজার বসতি পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে গৃহহীন হয়ে পড়া প্রায় অর্ধ লক্ষ রোহিঙ্গা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। তাদের জরুরী সেবা দেয়া হচ্ছে।
১৪ এপিবিএন’র অধিনায়ক মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় আটক বেশ কয়েকজন যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।