বন্যায় উত্তর কোরিয়ার বিভিন্ন এলাকায় অন্তত ১৪০ জনের মৃত্যু

আগষ্টের শেষে শুরু হওয়া ভয়াবহ বন্যায় উত্তর কোরিয়ার বিভিন্ন এলাকায় অন্তত ১৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে আটকে পড়েছে প্রায় ২ লক্ষ মানুষ।

বন্যায় বিপর্যস্ত হয়েছে দেশের কৃষি খামারসহ বিভিন্ন স্থাপনা। খাবার পানি এবং চিকিৎসা সামগ্রীর অভাবে অসহায় হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ।

২৯শে আগষ্ট টাইফুন লিয়নককের পর থেকে এ বন্যার সৃষ্টি হয়।