ফ্লোরিডা দুর্ঘটনায় মৃতের সংখ্যা এখন ৮৬ 

Florida memorial

মায়ামি ডেইড কাউন্টির মেয়র, ড্যানিয়েলা লেভিন কাভা জানান, উদ্ধারকর্মীরা ফ্লোরিডার সার্ফসাইডের ধ্বংসপ্রাপ্ত ভবনের স্তুপ থেকে আরো ৭জনের দেহ উদ্ধার করেছেন. যার ফলে মৃতের সংখ্যা শনিবার পর্যন্ত এসে দাঁড়ায় ৮৬তেIশনিবার, সংবাদ সম্মেলনে মেয়র বলেন, আরো ৪৩জন এখনো নিখোঁজ রয়েছেনI মায়ামি হেরাল্ড পত্রিকার মতে, ৬২জনকে সনাক্ত করা সম্ভব হয়েছেI

জুনের ২৪ তারিখে ১২ তালা ভবনের একাংশ ধ্বসে পড়ার প্রায় দু সপ্তাহ পরে, কর্মকর্তারা বুধবার, সরকারিভাবে বেঁচে থাকা লোকজনদের তল্লাশি বন্ধের কথা ঘোষণা করেনI এই বিয়োগাত্মক ঘটনার কারণে পার্শবর্তী অন্যান্য কয়েকটি ভবনের কাঠামো সম্পর্কিত কাগজপত্র পরীক্ষার কাজ শুরু হয় এবং দ্বিতীয় একটি ভবন থেকে লোকজনদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়I

এদিকে ভবনটি ধ্বসে পড়ার কারণ নির্ণয়ে, গ্রান্ড জুরি তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই ৬টি পরিবার পৃথক পৃথক মামলা দায়ের করেছেনI যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, ডেবি ওয়াশেরমান শুল্টজ যার নিয়ন্ত্রণাধীনে এই কাউন্টি এবং ফ্লোরিডার গভর্নর উভয়েই নিহতদের জন্য অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেনI

(এপি)