বার্তা সংস্থার খবর: বিদেশি কোম্পানি ও নাগরিকরা বাংলাদেশ সফর বাতিল করেছেন

Business in Bangladesh

গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনার পর পোশাক খাত ও নির্মাণ খাতে যুক্ত থাকা
বিদেশি কোম্পানি ও নাগরিকরা বাংলাদেশ সফর বাতিল করেছেন বলে বার্তা সংস্থার
খবরে প্রকাশ।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাসের কর্মী কমিয়ে ফেলার উদ্যোগ
নিয়েছে বলে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে শুধুমাত্র
প্রয়োজনীয় সংখ্যক কর্মী রেখে বাকিদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।

বাংলাদেশের তৈরি পোশাক ক্রেতা সংস্থা এইচ অ্যান্ড এম একবিবৃতিতে বলেছে
এখনই পোশাকের উৎস পরিবর্তনের কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। তবে এ বিষয়ে
পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সন্ত্রাসী হামলার ঘটনার পর ঢাকার পাঁচ তারকা হোটেলগুলোতে দেওয়া অগ্রিম বুকিং
বাতিল করেছেন অনেক অতিথি।

এ সম্পর্কে জহুরুল আলমের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট সন্ত্রাস