প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিন্টন হাসপাতালে ভর্তি

ফাইল ছবি, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আটলান্টার ফ্রেন্ডশিপ ব্যাপটিস্ট চার্চে ভাষণ দিচ্ছেন ২৭শে জানুয়ারী, ২০২১ ছবি কেভিন ডি লাইলস/আটলান্টা ব্রাভেস/এপি

বৃহস্পতিবার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের চিকিৎসকেরা জানান, যে তিনি ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে সংক্রমণের দুদিনের চিকিৎসার পর আরোগ্যলাভ করছেনI

ক্লিন্টনের মুখপাত্র এঞ্জেল ইউরেনা টুইটার মারফত জানান, ৭৫ বছর বয়সী প্রাক্তন প্রেসিডেন্টকে মঙ্গলবার সন্ধ্যায় কভিডজনিত নয়, এমন সংক্রমণ নিয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া আরভিন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়I

ইউরেনা আরো জানান, “তিনি আরোগ্যলাভ করছেন, তাঁর মনোবল ভালো এবং অসাধারণ সেবা-যত্নের জন্য তিনি চিকিত্সক, সেবিকা এবং চিকিত্সাকর্মীদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞI রয়টার্সের কাছে তিনি আরো জানান,"তিনি হাসপাতালের স্টাফদের সঙ্গে ঠাট্টা তামাশাও করেছেন"I

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানায় তিনিঅবসাদগ্রস্ত হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকেরা মূত্রনালীর সংক্রমণ থেকে রক্তে সংক্রমণ হয়েছে বলে শনাক্ত করেনI

প্রাক্তন প্রেসিডেন্টের দুই চিকিৎসক আল্পেশ আমিন ও লাইজা বারডাক বলেন, নিবিড় স্বাস্থ্য পর্যবেক্ষণ ও আইভি এন্টিবায়োটিক্স এবং স্যালাইন প্রদানের জন্য তাঁকে ভর্তি করা হয়েছিল I

বিবৃতিতে বলা হয় "অব্যাহত পর্যবেক্ষণেরজন্য তিনি হাসপাতালে অবস্থান করবেনI দুদিন চিকিৎসার পর তাঁর রক্তেরশ্বেত কণিকার সংখ্যা হ্রাস পাচ্ছে এবং অ্যান্টিবায়োটিক্স ‘এ তিনি ভালোভাবে সাড়া দিচ্ছেনI তারা জানানআমরা আশা করছি শীগ্রই তিনি ঘরে ফিরতে পারবেন"I