সিরিয়ায় গাড়ী বোমা বিষ্ফোরণে অন্তত ৪৮ জন নিহত হয়েছে


সিরিয়ার সর্ববৃহত শহর আলেপ্পোতে সরকার নিয়ন্ত্রীত একটি এলাকায় চারটি বোমা বিস্ফোরণে অন্তত ৪৮ জন নিহত এবং একশ জনেরও বেশী মানুষ আহত হয়েছে।
সিরিয়ার সরকার এবং বিরোধী দলগুলো বলছে, বুধবার শহরের প্রধান চত্বর সাদাল্লাহ জাবরির কাছে একটি হোটেল লক্ষ্য করে ৩টি গাড়ি বোমা হামলা হয়।

সেখানে সামরিক কর্মকর্তাদের একটি ক্লাব এবং কয়েকটি সরকারী ভবন রয়েছে। চেম্বার্স অব কমার্সের কাছে পেতে রাখা চতুর্থ বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে।
বৃটেন ভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে ঐ হামলায় বেশীর ভাগ নিরাপত্তা বাহিনীর সেনা নিহত হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে ঐ এলাকায় সরকার বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে প্রচন্ড লড়াই হচ্ছে।

সরকার পরিচালিত টিলিভিশনে একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে বিস্ফোরণে কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে এবং রাস্তায় দালানের ভগ্নস্তুপ এবং ইট পাথর পড়ে আছে।