আরও চারটি সংক্রামক রোগকে মহামারী তালিকাভুক্ত করেছে পশ্চিমবঙ্গ সরকার

শুধু করোনা নয়, আরও চারটি সংক্রামক রোগকে মহামারী তালিকাভুক্ত করল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে রাজ্য সরকারের কর্মী অথবা তাঁদের বাড়ির সদস্যরা এই রোগে আক্রান্ত হলে সংশ্লিষ্ট কর্মীকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে। এটাকে কোয়ারেন্টাইন ছুটি হিসেবেই গণ্য করা হবে। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করল অর্থ দপ্তর।কী কী রোগের ক্ষেত্রে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হল? এ দিনের নির্দেশিকা অনুযায়ী, কোভিড-১৯-এর পাশাপাশি সার্স, মার্স, সিসিএইচএফ এবং নোভেল ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হলে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করল রাজ্য সরকার।

Your browser doesn’t support HTML5

আরও চারটি সংক্রামক রোগকে মহামারী তালিকাভুক্ত করেছে পশ্চিমবঙ্গ সরকার