ফ্রান্স তিনজন আমেরিকান ও একজন ব্রিটিশ নাগরিককে লিজিয়ান অফ অনার খেতাব দিয়েছে

France Train Attack

সোমবার ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলান্দ, তিনজন আমেরিকানও একজন ব্রিটিশ নাগরিককে, ফ্রান্সের সর্বচ্চো খেতাব লিজিয়ান অফ অনার দিয়েছেন। শুক্রবার দ্রুতগামী এক ট্রেনে ওই চারজন, ভারী অস্ত্রে সজ্জিত এক বন্দুকধারীকে কাবু করে।

প্যারিসে এক অনুষ্ঠানে মি ওলান্দ, ব্রিটিশ নাগরিক ক্রিস নরম্যান, এবং ৩ আমেরিকান স্পেনসার স্টোন, অ্যালক্স স্কারলেটস ও অ্যানটোনি স্যাডলার কে মেডেল পড়িয়ে দেন। তিনি বলেন গত সপ্তাহে সন্ত্রাসের মুখে তাদের তৎপরতা সাহসিকতা, একতা ও আশার বার্তা বহন করে।

স্পেনের কর্তৃপক্ষ বন্দুকধারীকে শনাক্ত করেছে যে মরোক্কোতে জন্মগ্রহণকারী ২৫ বছর বয়স্ক আইউব এল খাজানি, গত বছর সিরিয়াতে কিছু সময় কাটিয়েছে।এবং আক্রমণের ঠিক আগে সে ব্রাসেলসে ট্রেনে উঠে। খাজানির আইনজীবী বলেছেন খাজানি ডাকাতি করার জন্য ট্রেনে উঠেছিল, সন্ত্রাসের জন্য নয়।