ব্রেক্সিট প্রশ্নে ব্রিটেন বিরোধী যে চাপা ক্ষোভ ইউরোপীয় শীর্ষ নেতাদের মনে স্তিমিত যে হয়েছিল তা আবার চাংগা হতে শুরু করেছে কারণ ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁনের বিজয় কেবল মাত্র ব্রেক্সিট বিরোধী নয় একে দেখা হচ্ছে ইউরোপের মেলবন্ধন হিসেবেও।
Your browser doesn’t support HTML5
MRC 10
এই বিষয়ে লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।