ফ্রান্সে সাম্প্রতিক নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনগণের ক্ষোভ প্রকাশ

ফ্রান্সে একজন স্কুল শিক্ষককে রাস্তায় নির্মমভাবে মস্তকছেদের পর, জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও ক্রোধ পরিলক্ষিত হয়েছেI জনগণ ইসলামী উগ্রবাদীর বিরুদ্ধে এবং দেশজুড়ে মুক্ত ভাষা প্রকাশের ও ধর্মনিরাপত্তার দাবি তুলে ৱ্যালিতে অংশ নেনI

ফরাসি সরকারের কঠোর নিষেধাজ্ঞা মেনে লক্ষ লক্ষ জনগণ, প্যারিসের 'প্লেস দে লা রেপাবলিকি'তে সমবেত হনI প্যারিস ছাড়াও অন্যান্য শহরে বিক্ষোভ হয়েছে বলে জানানো হয়I স্কুল শিক্ষক, স্যামুয়েল প্যাটি তাঁর ক্লাসে মহানবী (সঃ) ব্যঙ্গ চিত্র ছাত্রদের দেখালে চেচেন এক যুবক উত্তেজিত হয়ে তাঁকে হত্যা করেI বুধবার তাঁর স্মরণে শোকসভার আয়োজন করা হয়েছেI

অনেক ক্ষেত্রেই এই ক্ষোভ প্রকাশ ছিল, প্রায় ৬ বছর আগে ঘটে যাওয়া, সেই সন্ত্রাসী তৎপরতার স্মরণে,যখন,'চার্লি হেবদো' অফিসে মহানবীর (সঃ)ব্যঙ্গাত্মক ছবি ছাপানোর কারণে বহু লোকের মৃত্যু হয়I