বাংলাদেশের মানুষের জন্য বিজয় ছিনিয়ে এনেছিলেন দু:সাহসী মুক্তিযোদ্ধারা তাঁদের অসীম সাহসীকতার ফসল আজকের এই বাংলাদেশ। মুক্তিযুদ্ধ বাঙ্গালী’র রক্তগাঁথা মাহকাব্য ।বিজয়ের ৪৬ বছর পর এই মহাকাব্যের অসখ্য নায়ক ইতিমধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন, রয়েছেন হৃদয়ের অন্ত:স্থলে, আনেকেই এখোনো আছেন বঙ্গভুমি জুড়ে, বাংলাদেশের বাইরেও। শাহাদাৎ হোসেন সবুজ কথা বলেছেন এরকম ক’জন বীর সন্তানের সাথে ।
Your browser doesn’t support HTML5
মুক্তিযুদ্ধাদের স্মৃতিচারণ
Shiru Bangali
সীরু বাঙ্গালী চট্টগ্রাম ১ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের উপর গবেষণা করছেন, রয়েছে অনেক গুলো প্রকাশনা।
Abdus Sobhan Tula
টাঙ্গাইলে গোপালপুর উপজেলার আব্দুস সোবাহান তুলা ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন।
Kazi Nurul Absar
চট্টগ্রামের গেরিলা যোদ্ধা নুরুল আবসার ১ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।