গাজা ভূখণ্ডে আবারও সংঘর্ষ

ইস্রায়েল এবং গাজা ভূখণ্ডের সীমান্ত এলাকায় সংঘর্ষে অন্তত এক জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। ঐ একই অঞ্চলে এক সপ্তাহ আগে প্রতিবাদ সমাবেশে সংঘর্ষে ইস্রায়েলী বাহিনীর হাতে ১৯ জন ফিলিস্তিনীর প্রাণনাশের ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। গাজা সীমান্তে হাজার হাজার ফিলিস্থিনী বিক্ষোভ করার সময় ইস্রায়লী বাহিনীর সংগে লড়াই শুরু হয়। সীমান্ত বেষ্টনী রক্ষা করার জন্য সেনা বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস রাবার বুলেট এবং তাজা গোলা বারুদ ছুঁড়ে।

প্রতিবাদকারী আল ট্রামসি বলেন, টায়ার আমরা পুড়িয়েছি যাতে করে ইস্রায়েলী চোরাগোপ্তা হামলা কারীদের লক্ষ্য ব্যর্থ হয়। তিনি বলেন আমি মৃত্যুকে ভয় করি না। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মানবাধিকার গোষ্ঠীগুলো নিরস্ত্র ফিলিস্তিনী প্রতিবাদকারীদের উপরে অতিমাত্রায় অস্ত্র ব্যবহারের বিষয়ে অভিযোগ করেছে তবে তদন্ত করার বিষয়টি ইস্রায়েল নাকচ করে দেয়।