জিসিসি নির্বাচনে অর্ধেক ভোট কেন্দ্রে অনিয়মের তথ্য

গত মঙ্গলবার অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন জিসিসি নির্বাচনে প্রায় অর্ধেক ভোট কেন্দ্রে অনিয়মের তথ্য পেয়েছে বলে জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের ইডব্লিউজি। বাংলাদেশের সুশীল সমাজের ২৮ টি সংগঠনের নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইডব্লিউজি বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জিসিসি নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে । ইডব্লিউজি’র পরিচালক ড. মোহাম্মদ আব্দুল আলীম বলেন তাদের পর্যবেক্ষকরা এ সব কেন্দ্রে যে সকল অনিয়ম হতে দেখেছে তার মধ্যে অন্যতম হচ্ছে জোর করে ব্যালট পেপারে সিল মারা, ভোট কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের ভিতরে নির্বাচনী প্রচারণা চালানো, ভোট কেন্দ্রের ভিতরে অননুমোদিত ব্যক্তিদের অবস্থান, ভোটারদের ভোট দিতে বাধা প্রদান, হিংসাত্মক কার্যকলাপ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষপাত মূলক আচরন। জিসিসি নির্বাচনে ৪২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ইডব্লিউজি যে ১২৯ টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছে তার ভিত্তিতে এই প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে আব্দুল আলীম জানিয়েছেন।

ঢাকা সংবাদদাতা যাহুরুল আলমের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

GCC Election