ভারতে রাজনৈতিক তিক্ততা বৃদ্ধি পাচ্ছে

ভারতের জাতীয় রাজনীতিতে ক্ষমতাসীন এবং বিরোধীদলের মধ্যকার সম্পর্ক ক্রমশই তিক্ত হয়ে উঠছে । পাল্টাপাল্টি একে অপরকে অভিযুক্ত করছেন ।

বিরোধী নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁদের বাড়ি-অফিসে হানা শুরু করল নরেন্দ্র মোদি সরকার। সরকারের ব্যাখ্যা, দুর্নীতিতে জড়ালে শাস্তি তো পেতেই হবে বিরোধী নেতা পি চিদাম্বরম ও লালু প্রসাদের অভিযোগ, বিরোধীরা ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিতেই ঘাবড়ে গিয়ে সরকার তাঁদের ভয় দেখাতে এ সব শুরু করেছে। লক্ষ্য, বিরোধীরা মিইয়ে যাবেন। লালুর বিরুদ্ধে অবশ্য এর আগেও দুর্নীতির মামলা হয়েছে, তিনি জেলও খেটেছেন। এখন সরকারের লক্ষ্য, খোদ শীর্ষ নেতা সোনিয়া ও রাহুল গান্ধী। বিরোধীরা বলছেন, এ সব সরকারি ক্ষমতার অপব্যবহার। সে ভাবে খুঁজলে তো বিভিন্ন বিজেপি নেতার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। সে সব তো নাড়াচাড়া হচ্ছে না।