গত কয়েক সপ্তাহ ধরে সীমান্ত বিরোধ নিয়ে যেমন কড়া সুরে কথা বলছিল বেজিং, একেবারে তার বিপরীত নরম সুরে কলকাতায় চিনা কনসাল জেনারেল মা ঝানৌ শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে বললেন, চিন ও ভারত তো দুই ভায়ের মতন। জানাচ্ছেন গৌতম গুপ্ত, কলকাতা থেকে।
Your browser doesn’t support HTML5
সীমান্ত বিরোধ নিয়ে চিন ও ভারত বিতর্ক