সুপ্রিম কোর্টে চার বিদ্রোহী বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতির বিরোধ সোমবার ফের কোর্ট বসবার আগেই মিটে যাবে বলে শনিবার আশা প্রকাশ করলেন আ্যাটর্নি জেনারেল, কে.কে. বেনুগোপাল। অন্য দিকে, শীর্ষ আইনজীবিদের সংগঠন, বার কাউন্সিল অফ ইন্ডিয়া-ও এ দিন এক বৈঠকে বসে বিষয়টি নিয়ে আলোচনার পরে সাংবাদিকদের জানায়, তারা ৭ আইনজীবির এক কমিটি গঠন করেছে বিদ্রোহী বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের লক্ষ্যে। কিন্তু কি হতে পারে সেই সমাধান সূত্র, তার কোনও ইঙ্গিত পাওয়া যায় নি বার কাউন্সিল বা বেনুগোপালের কাছ থেকে। রবিবার যদি সমস্যা না মেটে, সোমবার পরিস্থিতি কি দাঁড়াবে, সে বিষয়ে অনিশ্চয়তা।
Your browser doesn’t support HTML5
ভারতের সুপ্রিম কোর্টে চার বিদ্রোহী বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতির বিরোধ