ভারতে অনুষ্ঠান বাতিল করলেন পাকিস্তানের গজল শিল্পী গোলাম আলী

Ghulam Ali

শেষ পর্যন্ত ভারতে অনুষ্ঠান বাতিল করলেন পাকিস্তানের গজল শিল্পী গোলাম আলী । পাক গজল শিল্পী জানিয়েছেন এদেশে এখন সঙ্গীতানুষ্ঠানের মতো সহায়ক পরিবেশ নেই। তাছাড়া তিনি কোনো ধরনের রাজনীতির মধ্যে জড়িয়ে পড়তে চান না।

প্রসংগত উল্লেখ করা যেতে পারে গতমাসে মুম্বাই-এ প্রস্তাবিত গোলাম আলীর একটি কনসার্টে শিবসেনা ব্যাঘাত ঘটানোর হুমকি দিলে তা বাতিল হয়ে যায় এবং তখন থেকেই দেশজুড়ে অসহিষ্ণুতা বির্তক আকার ধারন করে। এই মুহূর্তে গোলাম আলীর এদেশে অনুষ্ঠান না করতে আসার সিদ্ধান্ত বর্তমান এই বির্তকিত পরিস্থিতিকেই দায়ী করছেন দেশের ওয়াকিবহাল মহল।পাশাপাশি দেশের নানা প্রান্তে শিল্পী সাহিত্যিক বিজ্ঞানীরা অসহিষ্ণুতার বিরুদ্ধে সরব হয়েছেন। দেশের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি বহুত্ববাদের ভারতে সমস্ত বিশ্বাস ও ধর্মের মধ্যে পারষ্পরিক শ্রদ্ধা রাখার আহ্বান জানিয়েছেন। প্রসংগত বলা যেতে পারে আগামী ৮ই নভেম্বর দিল্লীতে গোলাম আলীর একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৭৪ বছরের প্রবীন শিল্পী গোলাম আলীর পূত্র আমির জানিয়েছেন তার পিতা গোলাম আলী এই মূহুর্তে ভারতে অনুষ্ঠান করতে আসছেন না। পরিস্থিতি যখন ঠিক হবে তখনই তিনি ভারতে আসবেন।

Your browser doesn’t support HTML5

ভারতে অনুষ্ঠান বাতিল করলেন পাকিস্তানের গজল শিল্পী গোলাম আলী