Delegates interact at the venue of the Global Entrepreneurship Summit in Hyderabad, India, Nov. 28, 2017.
২৮ থেকে ৩০ নভেম্বরে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয় বিশ্ব বাণিজ্য সম্মেলন। যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলনে ইভাঙ্কা ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সম্মেলনের শুরুতে ড: মানসী রায়ের সঙ্গে আমরা কথা বলি।
Dr. Manashi Ray
বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে, এই সম্মেলনের মূল্যায়ন করেন এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ড: মানসী রায়। তিনি শিল্পোদ্যোগ নিয়ে গবেষণা করেন। যুক্তরাষ্ট্রের West Virginia State Universityতে তিনি পড়ান।
ড: মানসী রায় এর সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।
Your browser doesn’t support HTML5
ড: মানসী রায়ের সাক্ষাৎকার