রিপাবলিকান পার্টি আনুষ্ঠানিক ভাবে ডনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে

GOP 2016 Convention

রিপাবলিকান পার্টি আনুষ্ঠানিক ভাবে ধনকুবের ডনাল্ড ট্রাম্পকে তাদের দলের ২০১৬ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

মঙ্গলবার ক্লিভল্যান্ডের ওহায়োতে দলের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে, প্রতিনিধিরা প্রতিটি রাজ্যের পক্ষ থেকে ভোট দেয় এবং ট্রাম্প প্রয়োজনীয় ১২৩৭ ভোট পেয়ে মনোনয়ন পান।

প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান বলেন, " প্রার্থীরা যে ভোট পান তা হচ্ছে ট্রাম্প ১৭২৫, ক্রুজ ৪৭৫, কেসিক ১২০, রুবিও ১১৪, কার্সন ৭, বুশ ৩ এবং Paul দুই ভোট পান। তাই চেয়ারম্যান হিসেবে ঘোষণা করছি যে ডনাল্ড জে ট্রাম্প সম্মেলনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রিপাবলিকান পার্টির মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন।”

আমাদের সহকর্মী সেলিম হোসেন এখন ক্লিভল্যান্ডে আছেন। শুনুন সেখান থেকে পাঠানো তার রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

সেলিম হোসেনের রিপোর্ট