গুয়াতেমালা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ৩৩জন প্রাণ হারিয়েছে

APTOPIX Guatemala Volcano

গুয়াতেমালার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সূত্রে বলা হয়েছে রবিবার গুয়াতেমালা সিটির কাছে ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ৩৩ জন প্রাণ হারিয়েছে। ওই আগ্নেয়গিরিটি থেকে লাভার স্রোত নেমে আসে এবং কাছাকাছি গ্রামগুলো কালো ধোঁয়া ও ছাই এ ভরে যায়।

Mt. Fuego, Guatemala

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা বলেছেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১০ লক্ষের বেশী মানুষ প্রাভাবিত হয়েছে। আগ্নেয়গিরির আশেপাশের এলাকা থেকে ৩১০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আহত ২০জনকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

দেশটির রাজধানী গুয়াতেমালা সিটির প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ফুয়েগো আগ্নেয়গিরিটি অবস্থিত।

আগ্নেয়গিরির ছাইয়ের কারণে গুয়াতেমালা সিটির লা অরোরা আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ করে রাখা হয়েছিল। সবশেষ খবরে বলা হয়েছে বিমানবন্দর এখন আবার খোলা হয়েছে।