ওড়িশায় মাওবাদীদের হামলা

আধাসামরিক বাহিনীর উপর মাওবাদী হানা ও ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হন তিন বি এস এফ আধিকারিক ও এক সাধারন নাগরিক। এবং আহত হয়েছেন ছয় জন। ঘটনাটি ঘটেছে ওড়িশার মালকান গিরির জানবাই বেসক্যাম্পের কাছে। এক সেনা আধিকারিকের কথায় 'অ্যাসিস্ট্যান্ট সাব -ইনস্পেক্টর, হেড কনস্টেবল ও এক জন কনস্টেবল মাওবাদী হানায় নিহত হয়েছেন।

ওই অঞ্চলের নির্মীয়মান গুরুপ্রিয়া সেতুর কাছে জানবাই ক্যাম্প থেকে রওনা দিয়ে চিত্রাকোন্ডা জলাশয় পেরিয়ে চিন্তামডোলি ঘাটের কাছে পৌছন বি এস এফের 104 ব্যাটেলিয়ন এবং ওই সময়ই ওই স্থানে ল্যান্ড মাইন বিস্ফোরন ঘটায় মাওবাদীরা এবং তারপরই এলোপাথারী গুলি ছুড়তে শুরু করে মাওবাদীরা। এই ঘটনার পরই বি এস এফের বিপুল বাহিনী ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।

এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায় এর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায় এর রিপোর্ট