Your browser doesn’t support HTML5
Gultekin Khan Interviewed
সাহিত্যের প্রতি গুলতেকিন খানের আকর্ষণ তৈরি হয়েছিল শৈশব থেকেই। সেটাকে আরো উষ্কে দিয়েছিলেন তার দাদা সুপরিচিত শিক্ষাবিদ প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ। গুলতেকিন খানের প্রকাশিত বইয়ের সংখ্যা তিন। অল্প বয়সে বিয়ে হয়ে যাবার পর লেখালেখিতে ছেদ পড়ে যায়। সুপরিচিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের সাথে বিয়ে হবার পর প্রায় এক দশক কাটান আমেরিকাতে। তারপর বাংলাদেশে ফেরত গিয়ে আবার পড়ালেখা শুরু করেন এবং ইংরেজিতে স্নাতক এবং মাস্টার্স ডিগ্রী নেন। তার কবিতায় শব্দের পরিমিতিবোধ লক্ষ্যণীয়, অল্প কথায় গভীর কিছু বলার চেষ্টা থাকে বরাবর। এই সাক্ষাৎকারে তার কয়েকটি কবিতা আমরা পাঠ করেছি। কবি নিজেও পড়েছেন তার প্রিয় কবিতা থেকে। প্রয়াত হুমায়ূন আহমেদের লেখা সম্পর্কে তিনি বললেন, হুমায়ূন বা কারো লেখাই মূল্যায়নের স্পর্ধা তিনি করেন না, তবে হুমায়ূন আহমেদের বড় অর্জন হলো বাংলাদেশে তিনি পাঠক তৈরি করে গেছেন।
গুলতেকিন খানের টেলিফোন সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।
Your browser doesn’t support HTML5
Gultekin Khan Interviewed