ভারতে নগর-পরিচ্ছন্নতার হাল হকিকত

কিছু দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের নির্বাচনী কেন্দ্র বেনারস থেকে শুরু করেছিলেন সারা দেশে পরিচ্ছন্নতার অভিযান। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক দেশের অন্তত ১ লক্ষ জনবসতির ৪৭৬টি শহর বেছে নিয়ে পরিচ্ছন্নতার একটি সমীক্ষা করেছে। দেখা যাচ্ছে, দক্ষিণ ভারতের শহরগুলি সবচেয়ে বেশি পরিচ্ছন্ন। তারপর একে একে রয়েছে পূর্ব, পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্ব ভারতের শহরগুলি। পরিচ্ছন্নতম প্রথম ১০টি শহরের তালিকায় নয় নম্বরে স্থান পেয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বহু প্রাচীন হালিশহর। গ্যাংটক দশম স্থানে, কলকাতা রয়েছে ৫৬তম স্থানে। ব্যাঙ্গালোর স্থান পেয়েছে সাত নম্বরে, নতুন দিল্লি ১৬-য়, চেন্নাই ৬১-তে, বৃহত্তর মুম্বই ১৪০-এ, হায়দ্রাবাদ ২৭০ নম্বরে। দার্জিলিং-এর স্থান ১২৯-এ। কিন্তু যে বেনারস থেকে শুরু করেছিলেন দেশব্যাপী পরিচ্ছন্নতার অভিযান, সে অনেক পিছিয়ে - ৪১৮ নম্বরে।গৌতম গুপ্তের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

gupta cleanliness