২০৩০ সালের মধ্যে ভারতের কার্বন নির্গমন ৩০ শতাংশ কমিয়ে আনবার প্রতিশ্রুতি

২০৩০ সালের মধ্যে ভারতের কার্বন নির্গমন ৩০ শতাংশ কমিয়ে আনবার প্রতিশ্রুতি দিল সরকার। তা সম্ভব হবে তিনটি উপায়ে। চিরাচরিত কয়লা, তেল ও গ্যাসের জ্বালানি ব্যবহার করে বিদ্যুত উতপাদন ক্রমশ কমিয়ে এনে জোর বাড়ানো হবে বায়ু, সৌর, জল ও পরমাণু বিদ্যুতের মত অচিরাচরিত বিদ্যুত উতপাদনের ওপর। আর ১৫ বছরের মধ্যে দেশের মোট বিদ্যুত উতপাদনের ৪০% আসবে অপ্রচলিত বিদ্যুত উতপাদন কেন্দ্রগুলি থেকে। দেশের বন ও পরিবেশ মন্ত্রি প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, দেশের বনভূমি বাড়ানো হবে কিছুটা দূষণ শুষে নেবার ব্যবস্থা করবার জন্য। ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমানোর লক্ষ্যে সব বড় বড় শহরে তৈরি করা হবে মেট্রো রেল পরিষবা। তাতে অনেকখানি দূষণ কমানো সম্ভব হবে। এই বিরাট কর্মোদ্যোগে ব্যয় হবে ২৫ মিলিয়ন ডলার। তার জোগান আসবে দেশের নিজস্ব অর্থ ভাণ্ডার ছাড়াও গ্রিন ক্লাইমেট ফান্ড এবং বিভিন্ন ধনী দেশের সাহায্য থেকে।

Your browser doesn’t support HTML5

gupta emissions