বিজেপি সরকারের আমলে দেশে ক্রমবর্ধমান ধর্মান্ধতা ও অসহিষ্ণুতার আবহ প্রসার পাচ্ছে:

গত দিন পনেরোর মধ্যে এই তৃতীয়বার স্বয়ং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মনে করিয়ে দিলেন, সাত-সাতটি ধর্মাবলম্বী ও ১২২টি ভাষাভাষী প্রায় ১৩০ কোটি মানুষের এই ভারতবর্ষকে বেঁধে রেখেছে সহনশীলতার আদর্শ। তা যেন নষ্ট না হয়। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন বললেন, বিতর্ক ও মতভেদ তো থাকতেই পারে। সেটা মেনে নিতে হবে। একটা সময় আমেরিকায় তরুণেরা প্রতিবাদ জানাতে দেশের পতাকা পুড়িয়েছে। সমাজ তা উপেক্ষা করেছে। এখন আর কেউ পতাকা পোড়ায় না। প্রখ্যাত ইনফোসিস সংস্থার প্রতিষ্ঠাতা এন আর নারায়নমূর্তি বলেছেন, দেশের সংখ্যালঘুরা আজ ভীত-সন্ত্রস্ত। সরকারের কর্তব্য, এই ভীতির পরিবেশকে দূর করা। তবেই তো সব নাগরিক নিশ্চিন্তে নির্ভয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করবেন।

Your browser doesn’t support HTML5

gupta protest