প্যারিসের মতো জঙ্গী হানা যদি দিল্লিতে ঘটে !নিরাপত্তা সংস্থাগুলোর প্রস্তুতি পরখ করে দেখা হচ্ছে

যে কোনও দিন প্যারিসের মত জঙ্গী হানার শিকার হতে পারে ভারতের রাজধানী দিল্লিও। তেমন সম্ভাব্য হানার মোকাবিলার জন্য দেশের নিরাপত্তা সংস্থাগুলি নানান প্রস্তুতি নিচ্ছে দীর্ঘ দিন ধরেই। কিন্তু ঠিক কতটা প্রস্তুত তারা, সেটা যাচাই করতে চাইছে ভারত সরকার। সরকারের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নির্দেশ দিয়েছেন, এই প্রস্তুতি কতটা কার্যকর তা হাতে-কলমে পরীক্ষা করে দেখা দরকার। তাঁর নির্দেশ, এমন ঘটনা ঘটলে নিরাপত্তা সংস্থারা কতটা ততপর হয়ে তার মোকাবিলা করতে পারে, তা-ও পরখ করে নেওয়া দরকার। পাশাপাশি তাদের হাতের অস্ত্রশস্ত্রর কার্যকারিতা ও অন্যান্য পরিকাঠামো কতটা উপযোগী, সেটাও দেখে নেওয়া প্রয়োজন। দোভালের নির্দেশে দিল্লিতে যে কোনও দিন মহড়া দেওয়া হবে জঙ্গী মোকাবিলার। কাজেই দিল্লির রাস্তাঘাটে হঠাত জঙ্গীদের মোকাবিলায় ছুটোছুটি করছেন নিরাপত্তা কর্মীরা, এমন দৃশ্য দেখতে পেলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেবল ইসলামিক স্টেটই নয়. আরও কয়েকটি জঙ্গী গোষ্ঠীও ভারতকে লক্ষ্য স্থির করে রেখেছে, এ কথা জানেন নিরাপত্তা আধিকারিকেরা।গৌতম গুপ্তের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

GUPTA PREPAREDNESS