কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোট গড়বার প্রশ্নে সিপিএম দল প্রায় ভাঙনের মুখে

MH 370 India flag

কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোট গড়বার প্রশ্নে সিপিএম দল প্রায় ভাঙনের মুখে। দলের কেরল ইউনিট চায়, কংগ্রেসের সঙ্গে কোনও রকম জোট বাঁধা চলবে না, কেননা, কেরলে কংগ্রেসই তাদের প্রতিপক্ষ।। কিন্তু পশ্চিমবঙ্গের ইউনিট জোট বাঁধতে উন্মুখ। দুই রাজ্যেই আগামী তিন মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন। দুই রাজ্যে জোট নিয়ে দু রকম অবস্থানের পরিস্থিতি অতীতে কখনও ঘটে নি। বস্তুত দুই রাজ্যে দু রকম অবস্থান নেওয়া কংগ্রেসের পক্ষেও অসুবিধেজনক। অতীতে সিপিএম-এর কেন্দ্রীয় নেতৃত্ব মেনে চলেছে কেরল ইউনিটের মতামত, কেননা, পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটিতে তারাই সংখ্যাগুরু। কিন্তু জোট বাঁধার প্রশ্নে পশ্চিমবঙ্গের ইউনিট প্রায় বিদ্রোহের সুরে কথা বলছে। প্রধানত পশ্চিমবঙ্গ, কেরল ও ত্রিপুরা রাজ্যে সীমাবদ্ধ সিপিএম দল এখন এক রকম ভাঙনের মুখে। তবে কি রাজ্য ইউনিটগুলিকে স্বাধীনতা দিতে গিয়ে কেরল সিপিএম আর পশ্চিমবঙ্গ সিপিএম দলে ভাগ হয়ে যাবে দল? ১৯৬৪ সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভেঙেই তৈরি হয়েছিল সিপিএম। আবার কি ৫২ বছর পরে ২০১৬ সালে আরেকটি ভাঙন আসন্ন?

গৌতম গুপ্তের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

গুপ্ত