ভারত সরকার আধিকারদের স্মার্ট ফোন ব্যবহারে প্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন

এই বেতারের যুগে ভারত সরকার যখন আধিকারদের স্মার্ট ফোন ব্যবহারে প্রায় নিষেধাজ্ঞা জারি করেন, তখন এই নির্দেশ অতি উদ্ভট মনে হতেই পারে। গত সপ্তাহেই সরকারি দপ্তরে সাইবার নিরাপত্তা বিষয়ক এক বৈঠকে এই নির্দেশিকা জারি হয়েছে। কারণও আছে। যতই বাড়ছে স্মার্টফোনের ব্যবহার, ততই আলগা হয়ে পড়ছে সরকারি স্পর্শকাতর তথ্য ভান্ডারের গোপনীয়তা। তথ্য চুরি, হ্যাকিং ইত্যাদি তো এখন নিয়মিত ঘটনা। ওই বৈঠকে পরামর্শ, আধিকারিকেরা চেষ্টা করুন, যত বেশি সম্ভব মুখোমুখি আলোচনা করতে। নয়তো পুরনো আমলের ল্যান্ডলাইন টেলিফোনে কথাবার্তা বলতে। স্মার্টফোন পকেটে থাকুক, কিন্তু একেবারে অপারগ না হলে, বা, জরুরি পরিস্থিতি ছাড়া স্মার্টফোন ব্যবহার নয়। স্বরাষ্ট্র, প্রতিরক্ষা বা বিদেশ মন্ত্রক তো বটেই, অন্যান্য মন্ত্রকেরও হরেক গোপন তথ্যাদি থাকে। সে সব যেন ফাঁস হয়ে না যায়, তা নিয়ে সরকারের দুর্ভাবনা তো থাকবেই।গৌতম গুপ্তের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

gupta