প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন তিনি H1B ভিসা নীতির পরিবর্তন করবেন

উইসকনসিন সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন তিনি H1B ভিসা নীতির পরিবর্তন করবেন। বছরে ৮৫ হাজার বিদেশী দক্ষ কর্মী যুক্তরাষ্ট্রে আসেন জনকে এই ভিসায়। যারা এই ভিসায় আসছেন এবং যেসব প্রতিষ্ঠান তাদেরকে এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে নিয়ে আসছেন তাদের বিশ্বাস নতুন নীতিমালায় এই ভিসায় আরো দক্ষ কর্মী আসার অনুমতি দেয়া যেতে পারে। H1B ভিসার বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন অভিবাসন আইনজীবি এ্যাটর্নী অশোক কর্মকার।

Your browser doesn’t support HTML5

প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন তিনি H1B ভিসা নীতির পরিবর্তন করবেন