সৌদি আরবে পবিত্র হজ্ব পালিত হচ্ছে

আজ সৌদি আরবে পবিত্র হজ্ব পালিত হচ্ছে। মুসলমানদের জীবনে বিরাট এক লগ্ন।
আরাফাত ময়দানে সমবেত সবার মাঝে রয়েছেন বাংলাদেশের পূণ্যার্থীরা।
তাদের সেই অপূর্ব অনুভুতি - অভিজ্ঞতার কথা এখন আমরা শুনবো এক বিশেষ প্রতিবেদনে। উপস্থাপন করছেন রোকেয়া হায়দার।

Your browser doesn’t support HTML5

রিপোর্ট

লাব্বায়েক আল্লা হুম্মা লাব্বায়েক – লাব্বায়েক লাশরীকা লাকা লাব্বায়েক আল্লাহ হুম্মা লাব্বায়েক –
হে আল্লা আমি আপনার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত। লক্ষ লক্ষ মুসলিমের কণ্ঠে আজ আরাফাতের ময়দানে সেই একই ধ্বনি – প্রতিধ্বনিত হচ্ছে।
লক্ষ লক্ষ মুসলমান পবিত্র হজ্বের নবম দিনে আরাফাতের ময়দানে সমবেত হন। দিনভর ইবাদত বন্দেগীতে অতিবাহিত করেন। সন্ধ্যার আগে বিশেষ কামনা নিয়ে পরম পাওয়ার জন্য দোয়া শুরু হয়।
বাংলাদেশ থেকে হজ্বে গিয়েছেন সুলতানা পপি
তিনি তার মনের কথা বললেন।
সুলতানা পপির সঙ্গে রয়েছেন তার স্বামী দিলু খোন্দকার। হজ্ব হচ্ছে মুসলমানদের জন্য পরম পাওয়া সে কথাই জানালেন তিনি।
হ্যাঁ, সেই পরম পাওয়ার জন্য সারাজীবন প্রতীক্ষায় থাকেন ধর্মপ্রান মুসলমানরা । আরাফাত থেকে মুযদালিফার পথে যাত্রা তারপর মিনা হয়ে আবার মক্কা শরীফ। অনেকেই সংসার ধর্মের দায়দায়িত্ব সম্পন্ন করে হজ্বে যাওয়ার পরিকল্পনা করেন, অনেকে আবার সুযোগ সুবিধা মত জীবনের যে কোন সময়ে হজ্ব সমাধা করতে সক্ষম হন।
মক্কা মদীনার পথে মন চলে যায়। আল্লা রাব্বুল আল আমিনের আহ্বানে সাড়া দিয়ে জীবনে একবার গিয়ে উপস্থিত হয় তাদের পরম পাওয়ার সেই স্থান মক্কা-মদিনায়।
লাব্বায়েক আল্লা------