মিনায় দুর্ঘটনা সম্পর্কে একজন প্রত্যক্ষদর্শী যা বললেন

সৌদী আরবের মক্কার বাইরে মিনায় শয়তানের প্রতি পাথর ছুড়তে গিয়ে ভীড়ের চাপে পদদলিত হয়ে ৭১৭ জনের মৃত্যু ও ৯০০ জনের বেশী আহত হওয়ার ঘটনা নিয়ে নানা আলোচনা চলছে, গত কদিন ধরে। বাংলাদেশ থেকে গত বেশ কয়েক বছর ধরে হজ্জ্ব যাত্রী নিয়ে আসেন, এইচ মুজাদ্দদীয়া ট্রাভৈলস এ্যান্ড ট্যুর নামের একটি প্রতিষ্ঠানের প্রধান আয়েশা চৌধুরী। দুর্ঘটনার সময় সেদিন ঘটনাস্থলের কাছেই ছিলেন। কি দেখেছিলেন তিনি তা বর্ননা করেন ভয়েস আব আমেরিকার কাছে। সেলিম হোসেন ওয়াশিংটন থেকে তার সঙ্গে কথা বলেন।

Your browser doesn’t support HTML5

মিনায় দুর্ঘটনা সম্পর্কে একজন প্রত্যক্ষদর্শী যা বললেন