ভয়েস অফ আমেরিকাকে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎকার
hasina
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারন পরিষদের ৬৮তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউ ইয়র্ক এসেছিলেন। তাঁর নিউ ইয়র্ক অবস্থানকালে ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভগের প্রধান রোকেয়া হায়দার তাঁর একটি সাক্ষাত্কার নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সাক্ষাত্কার আপনারা দেখতে পাবেন ঢাকার এন টি ভি’র সম্প্রচারেও।hasina interview