হাসিনা সংলাপে আমন্ত্রণ জানালেন খালেদাকে

রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধি দলিয় নেত্রি বেগম খালেদা জিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছেন । প্রধান বিরোধি দল BNP বলছে , দল নিরপেক্ষ সরকারের দাবি মানলেই তাঁরা আলোচনায় বসতে প্রস্তুত – জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরূ তাঁর রিপোর্টে ।

রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধি দলিয় নেত্রি বেগম খালেদা জিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছেন । প্রধান বিরোধি দল BNP বলছে , দল নিরপেক্ষ সরকারের দাবি মানলেই তাঁরা আলোচনায় বসতে প্রস্তুত – এসব আপনারা ইতিমধ্যে বিশ্ব সংবাদে শুনেছেন আমির খসরূর রিপোর্টে । এখন বিষয়টি নিয়ে প্রধান বিরোধি দল BNP-র মূখপাত্র শামসূজ্জামান দুদুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিয়ুর রহমান চৌধুরী ।hasina invites khaleda

Your browser doesn’t support HTML5

hasina invites khaleda