প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত ভারত সফরকে চরমভাবে ব্যর্থ একটি সফর বলে মন্তব্য করেছেন বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া বলেন, এই সফরে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা, গঙ্গা ব্যারাজ প্রকল্প, সীমান্ত হত্যা বন্ধ এবং বাংলাদেশে রফতানী পণ্যের শুল্ক ও অশুল্ক বাধা দূর করার মতো অগ্রাধিকারমূলক বিষয়ের কোনোই অগ্রগতি হয়নি। তিনি বলেন, জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রেখে প্রতিরক্ষারসহ অনেকগুলো বিষয়ে চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বলেন, তার দল ক্ষমতায় গেলে দেশের স্বার্থবিরোধী চুক্তি এবং সমঝোতা স্মারকসমূহ পুন:বিবেচনা করে দেখা হবে।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5
শেখ হাসিনার ভারত সফরকে চরমভাবে ব্যর্থ বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া